নতুন নতুন ব্যবসায় পরিকল্পনা ও উদ্যোগ নিলে দেশ ধাপে ধাপে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এতে সন্দেহ নাই।। কোন ব্যবসায় বিনিয়োগ হবে লাভজনক। কিভাবে বিনিয়োগ করবেন। বিভিন্ন প্রশ্ন মনে জাগে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায় পরিকল্পনাকারীদের। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং অনেক বিনিয়োগ হচ্ছে এই খাতে। এছাড়াও নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার তো রয়েছেই। লামা এগ্রো ভিলেজে পাওয়া যাবে বিভিন্ন কৃষি পণ্য চাষ ও উৎপাদন করার সুযোগ। উন্নত প্রযুক্তি ও প্রকল্প ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি বছরই লাভ তোলা যাবে ঘরে। এভাবেই সোবার এগ্রো এন্ড ইকো ইন্ডাস্ট্রিজের পরিচালক জানালেন তার পরিকল্পনার কথা।
বিভিন্ন ফলের উৎপাদনের মধ্যে উল্লেখযোগ্য আম ও থাই পেয়ারা।
বিভিন্ন সব্জির মধ্যে রয়েছে কলম্ব লেবু ও হলুদ। এছাড়া পোলট্রি ও মৎস পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পে। প্রকল্পতে যাতায়াত ব্যবস্থাও উন্নত করা হয়েছে। প্রধান সড়ক থেকে প্রকল্পতে যেতে সময় লাগে দশমিনিট। উৎপাদন থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত রয়েছে সুদক্ষ ব্যবস্থাপনার আয়োজন। একর প্রতি লাভের খাতা খুলতে আপনাকে আগে জমি দেখে বরাদ্দ দিতে হবে। এরপর চারা রোপণ ও কৃষি চাষ সবই হবে লামা এগ্রো ভিলেজ এর নিবিড় পরিচালনায়।
বিস্তারিত জানতে কল করুন: 01700562913 অথবা ইমেইল করুন: soberpolash2016@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন