পর্যটন সংবাদ




গত ৩রা মার্চ হয়ে গেল বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন।এ দিবস টি বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপিত হল। এ দিবস উপলক্ষে  জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন 
”Getting serious about wildlife crime means enrolling the support of all sections of society involved in the production and consumption of wildlife products, which are widely used as medicines, food, building materials, furniture, cosmetics, clothing and accessories."
সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এদিনটি অনেক গুরুত্বপূর্ণ।কারণ বন্যপ্রাণী নিধন করলে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ এর উপর বিরূপ প্রভাব পড়ে।বন্য প্রাণীর নিরাপদ বিচরণ নিশ্চিত করলে সেটি আমাদের সবগুলো খাতে সমানভাবে গুরুত্ব রাখে। 



আর এর শিক্ষাগত, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জেনেটিক, বৈজ্ঞানিক ও বিনোদনমূলক অবস্থানের জন্য জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যেমন সুশীল সমাজ, বেসরকারি সংস্থা ও ব্যক্তি বিশ্বব্যাপী উদযাপন করে থাকে। স্থানীয় সম্প্রদায়ের অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য দমন করতে এদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন পদক্ষেপ নিয়েছেন।
 এ বছর দিবসটির বিষয়বস্তু ছিল - “It is time to get serious about wildlife crime”




ইকো ট্যুরিজম


২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে চিহ্নিত করার জন্য ট্যুরিজম বোর্ড গত বছর ১৮ ডিসেম্বর  বেশ কিছূ প্ল্যান অনুমোদন করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০১৫-২০১৮ অর্থবছরে বাজেট বরাদ্দ ধরা হচ্ছে ২ বিলিয়ন টাকা। এই লক্ষ্যে জাতীয় পর্যটন কাউন্সিলের সাথে একটি আলোচনায় প্রধানমন্ত্রী সুন্দরবনকে ইকো-ট্যুরিজম এর অংশ করা দরকার বলে মনে করেন।
উক্ত আলোচনায় নদী পথের পর্যটন আরো বিস্তৃতির পরিকল্পনা ব্যক্ত করা হয়।
এসময় বিভিন্ন ভিসা সংক্রান্ত নিয়ম যেমন ই-ভিসা, দীর্ঘমেয়াদী ভিসা ইত্যাদি আলোচনা করা হয় যা আরো বাংলাদেশে আরো পর্যটক আকর্ষণ করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন