ভৌগলিক অবস্থানের দিক থেকে টেকনাফ একটি গুরুত্বপূর্ণ স্থান। এর কারণ
- টেকনাফের একপাশে নাফনদী। যার অপর পাড়ে মায়ানমার।
- অনতিদূরে বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ড সেইন্ট মার্টিন। সেইন্ট মার্টিনের পর্যটন সম্ভাবনা বিশ্বমানের।
- বাংলাদেশ সরকারের পূর্বমুখী নীতির সিংহদ্বার টেকনাফ। এসিয়ান হাইওয়ে টেকনাফ হয়ে মায়ানমারের উপর দিয়ে ২০ থেকে ২২ টি দেশকে সংযুক্ত করে চায়নার পর্যটন শহর কুনমিং পর্যন্ত পেৌছে যাবে। যা খুলে দিবে বাংলাদেশের অর্থনীতি এবং পর্যটনের স্বর্ণদুয়ার।
- সরকার অনুমোদিত বিদেশী পর্যটকদের জন্য টেকনাফ সমুদ্র সৈকতে ৪০০০ বিঘা জায়গা নিয়ে নির্মিত হবে ‘Exclusive Zone’। এই প্রকল্প ইতোমধ্যে মন্ত্রী পরিষদে পাস হয়েছে।
এই সকল বৈশষ্ট্যের জন্য টেকনাফ শহর পর্যটন উন্নয়নের
জন্য গুরুত্বপূর্ণ এবং অপার সম্ভাবনাময়।
প্রচারণায়
(টেকনাফে অবস্থিত একটি পরিবেশবান্ধব প্রকল্প)
উন্নয়নে
Sober Agro & Eco Industries
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন