মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

কৃষি ও পর্যটনঃ প্রতিবন্ধকতা ও সম্ভাবনা পর্ব-১

আমরা যেমন দেখেছি যে কৃষি উন্নয়নের সাথে পর্যটনকে সম্পৃক্ত করতে পারলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তেমনি রয়েছে নানাবিধ প্রতিবন্ধকতা। তবে আমাদের পর্যালোচনা চলবে। কারণ এটি একটি চলমান বিষয়। আমাদের দেশে যদিও এটি নতুন একটি ধারণা তবে বিশ্বের অন্য দেশগুলোতে এটি মোটেও কোন নতুন ধারণা নয়। বরংচ আমেরিকা, কোস্টারিকা, জার্মান, নিউজিল্যান্ড, মালয়শিয়া  এর মত দেশগুলোতে ইকোট্যুরিজমের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। বছরের নির্দিষ্ট সময়গুলোকে তারা ইকো পর্যটনকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপভোগ করার জন্য নির্ধারিত করে রাখে।
উদাহরণস্বরূপ বলা যায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কৃষি পণ্য উৎপাদনের মধ্যে রয়েছে গ্রীষ্মমন্ডলীয় ফল, সব্জি ও কফি। কলা ও আনারস রপ্তানীতেও কোস্টারিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর ফলে আনারস ফলনের কারণে ব্যবহৃত কীটনাশকে ভূগর্ভস্থ পানি দূষণের পরিমাণ বেড়ে গেছে। এছাড়াও পর্যটন উন্নয়নের জন্য সংরক্ষিত বনের কিছু অংশ বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এটি একটি প্রতিবন্ধকতা ইকো পর্যটন ও কৃষির সম্মিলিত প্রয়াসে।

এমনকি দেশগুলোর অঢেল বৈদেশিক মুদ্রা অর্জনের মূল হল পর্যটনকেন্দ্রগুলো। তারা ইকোট্যুরিজম ব্যবস্থাপনায় অনেক এগিয়ে রয়েছে। জীববৈচিত্র্য বিপর্যয় রোধেও রয়েছে নানান কর্মসূচি। এর পরেও আবার কৃষিভিত্তিক অনেক উৎপাদন অব্যাহত রয়েছে। এখানেই প্রশ্ন থেকে যায় যে পর্যটন এর উন্নয়নে কৃষিকে সম্পৃক্ত করা টা আসলেই কতটা পরিবেশবান্ধব।
কারণ বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়।

প্রথমত, কৃষি নির্ভর প্রযুক্তি ও সার ব্যবহার করা ফলে পর্যটন নির্ভর এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে কিনা

দ্বিতীয়ত, কৃষির প্রসারের ফলে প্রকৃতির অকৃত্রিম এলাকাগুলো কৃষি আওতায় এনে বৃক্ষ নিধন বা পরিবেশ অসংরক্ষিত হয়ে পড়ছে কিনা। এবং

তৃতীয়ত, পর্যটন নির্ভর এলাকায় লোক সমাগম বৃদ্ধির কারণে ময়লা, খোসা, আবর্জনার পরিমাণ বাড়বে সুতরাং সেগুলোর সঠিক ডাস্ট ম্যানেজমেন্ট হচ্ছে কিনা।


উপরোক্ত প্রতিবন্ধকতা গুলো কাটিয়ে বা কমিয়ে যদি কোন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয় তাহলে নিঃসন্দেহে এটি হবে ভিন্নধর্মী একটি চমৎকার প্রকল্প।
আমাদের আজকের এই লেখায় যে প্রতিবন্ধকতার উল্লেখ আমরা করেছি তা সম্পর্কে আরো বিস্তারিত জানব। কারণ আমাদের প্রতিবন্ধকতা থাকলে সেগুলোকে সম্ভাব্য সমাধানের মাধ্যমে এগিয়ে গেলেই কৃষি ও ইকো পর্যটনের ‍উন্নয়ন সম্ভব। আগামী পর্বে আমরা সোবার এগ্রো এন্ড ইকো ইন্ডাস্ট্রিজের পদক্ষেপগুলো নিয়ে একটি প্রশ্নউত্তর লেখা দেয়ার চেষ্ট করব। যেখানে সোবার এর প্রকল্প লামা এগ্রো ভিলেজ এর আয়োজনে উপরোক্ত প্রতিবন্ধকতা বিষয়ে এই প্রতিষ্ঠান কি ভাবছে বা তাদের দায়িত্ব ও পরিকল্পনা কি সেটি জানব। এতে করে যেমন প্রকল্প বাস্তবায়নের সঠিক তথ্য ও স্বচ্ছতা প্রমাণ পাবে তেমনি পরিবেশ এর হুমকি না হয়ে সহযোগী প্রকল্প হিসেবে লামা এগ্রো ভিলেজের পরিচিতিও বাড়বে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন