সোমবার, ৯ মার্চ, ২০১৫

পাহাড়ে যদি হয় কৃষি সম্ভার

অপার সম্ভাবনাময় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। প্রকৃতির আনাচে কানাচে ছেড়িয়ে ছিটিয়ে রয়েছে অকৃত্তিম রূপরস। পাহাড়-নদী আর সবুজের সমারোহে ঘেরা বাংলার সম্পদ সুরক্ষিত রাখা ও যত্ন নেয়ার দায়িত্ব ও কর্তব্য আমাদের। আর সমতলে কৃষি সম্প্রসারণের পাশাপাশি যদি এই প্রাকৃতিক অকৃত্তিম দান পাহাড়েও কৃষি বিপ্লব ঘটানো যায় তাহলে এটি আমাদের জন্য অভাবনীয় সুফল বয়ে আনবে। 



বান্দরবান, বৃহত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ জেলা। আমরা জানি প্রাকৃতিকভাবেই বান্দরবানের বৈশিষ্ট্য হল সমতলের চেয়ে এর জমি ও বসতভূমি অনেক উপরে। যারা এই জেলায় বসবাস করেন তারা আদিকাল থেকেই পাহাড়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে সমতলের চেয়ে পাহাড়ে এই কাজ অনেক বেশি চ্যলেঞ্জিং ও কষ্টসাধ্য। তাই সমতলেই আমরা কৃষি উৎপাদনের জন্য মনোযোগ দিয়ে এসেছি। কিন্তু বর্তমানে আমরা কৃষি ও পর্যটনকে একীভূত করে যে সম্ভাবনাময় ক্ষেত্রের স্বপ্ন দেখছি তা বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ইতিবাচক।



বান্দরবান ছাড়াও বিভিন্ন পর্যটন নির্ভর পাহাড়ি অঞ্চলগুলোতে প্রয়োজন উপযুক্ত কৃষি ব্যবস্থাপনার। কৃষক সম্প্রদায় ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের পর্যটন ও কৃষি উন্নয়নের চালিকা শক্তি হিসেবে কাজ করবে। পাহাড়ে কৃষি সম্প্রসারণে ঐ এলাকার মানুষদের কর্মসংস্থানের পাশাপাশি কৃষিতে বিনিয়োগে উৎসাহী জনগোষ্ঠী তৈরি সম্ভব। বর্তমানে সোবার এগ্রো এন্ড ইকো ইন্ডাস্ট্রিজ এই লক্ষ্যে কৃষি জমি বরাদ্দ দিচ্ছে। যেখানে পাহাড়ে কৃষি জমিতে ফল, সব্জি, ডেইরী, পোলট্রি, মৎস ইত্যাদি কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে লক্ষ্য হল কৃষি সম্ভার ঘটানো।

Sober Agro & Eco Industries Limited@ 2015

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন