ইকো শব্দটি শোনার সাথে সাথে যে বিষয়টি আমাদের কাছে আসে সেটি হল পরিবেশবান্ধব কিছু একটা। পরিবেশ এর বৈশিষ্ট্য রক্ষা করে যে পর্যটন গড়ে ওঠে সেটি হল ইকো ট্যুরিজম। তবে ইকো ট্যুরিজম ধারণাটি ব্যাপক ও বিস্তৃত। বিশ্বের বিভিন্ন দেশে এই ইকো পর্যটন এর প্রসার ও প্রচার থাকলেও আমাদের দেশে এটি এখনও নতুন একটি ধারণা মনে করা হয়। একই সাথে এটাও সঠিক যে দেশে কিছু পর্যটন কেন্দ্র রয়েছে যারা ইকো পর্যটনকে বাস্তবায়ন করছে ঠিকই কিন্তু তারা এতটাই ব্যয়বহুল সেবা দিচ্ছে যা সাধারণ মানুষের নাগালের একেবারে বাইরে।
তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কথা ভেবে যদি এই নতুন ধারণাকে বাস্তবায়ন করা হয় তাহলে তা কতটা যুক্তিসঙ্গত। আমরা যেমন একদিকে পর্যটন উন্নয়নের কথা ভাবছি আরেকদিক দিয়ে এই সেবার বাজারমূল্য সাধারণ মানুষের আর্থিক সীমানার বাইরে নিয়ে যাচ্ছি। তাহলে ভেবে দেখতে হবে এটি আসলে সামগ্রিক অর্থে পর্যটন উন্নয়ন কিনা।
এই ক্ষেত্রে রূপসাগর ট্যুরিস্ট ভ্যালী ও লামা এগ্রো ভিলেজের প্রকল্প পরিকল্পনা একেবারে নতুন এবং যুগোপযোগী। কারণ এই প্রকল্পে একদিক থেকে যেমন পরিবেশবান্ধব পর্যটনের দ্বার উন্মোচন হচ্ছে আরেকদিক থেকে সাধারণ মানুষকে এই পর্যটন উন্নয়নের সহায়ক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করছে। সেবার মান অক্ষুণ্ন রেখে ইকো পর্যটনের সেবা যেন সব মানুষ উপভোগ করতে পারে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৃষি জমি ব্যবস্থাপনা , পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষামূলক কর্মসূচী, এলাকাবাসীর সত্বঃস্ফূর্ত কর্মসংস্থানের সুযোগ এবং একই সাথে উন্নত ও বিদেশী কৃষি প্রযুক্তির ব্যবহার এই প্রকল্পদ্বয়কে অন্যদের থেকে আলাদা করেছে।
রূপসাগর ট্যুরিস্ট ভ্যালী টেকনাফে অবস্থিত। এই প্রকল্পের একদিকে সুবিশাল সমুদ্র এবং অন্যপাশে পাহাড়। অনিন্দ্য সুন্দরের হাতছানি। প্রকৃতির অকৃত্তিম সৌন্দর্য্য উপভোগ করার জন্য রিসোর্ট মালিকানা বরাদ্দ চলছে। আর মালিকানা অতি অল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন