শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

সভ্যতার বিকাশে পর্যটন

সভ্যতা পৃথিবীর ইতিহাসে মানুষের সমাজের জন্য একটি পর্যায়ক্রমিক অর্জন। সময়ের সাথে সাথে অনেক সভ্যতাই বিলীন হয়ে যায় কালের গর্ভে। এমন অনেক সভ্যতার নামই আমরা জানি। অনেক প্রত্নতাত্বিক নিদর্শনের উপস্থিতি সেই সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে। আর সভ্যতা টিকে থাকে না একে টিকিয়ে রাখতে হয়।

বাংলাদেশ ও বাঙালী জাতির ইতিহাস অনেক ঐশ্বর্যমন্ডিত। আমাদের আবহমান কালের গ্রাম বাংলা, আমাদের সংস্কৃতি,  উৎসব, আয়োজন অনেক রঙিন এবং অনেক আমোদ-প্রমোদে ভরপুর। কিন্তু শহর নগর, বিদেশী সংস্কৃতির প্রভাবে আমরা হারাতে বসেছি আমাদের ঐতিহ্য ও সভ্যতার অনেক অংশ কে। আমরা এটাও জানি সভ্যতা বিবর্তিত হয়। অন্য সভ্যতার সাথে মিশে এর বিবর্তন ঘটে। তাই হয়ত এক সময় নতুন হওয়া এই বিবর্তনের ধারায় পরিবর্তিত হবে আমাদের সভ্যতা ও সংস্কৃতি। তবু নিজ সভ্যতাকে আরো সমুজ্জ্বল রাখতে আমাদের প্রচেষ্টা তো থাকবেই। তাছাড়া মানবতা রক্ষাকারী সভ্য আচরণ গুলোর চর্চা নিশ্চয়ই আমরা বাড়াতে পারি।একদিকে যেমন প্রকৃতি রক্ষার প্রচেষ্টা তেমনি সভ্যতার চর্চা ও বিকাশে আমাদেরকেই হতে হবে বদ্ধপরিকর।যেমন আমাদের দেশের তাতঁ শিল্প,  মৃৎ শিল্প, নকশী কাঁথা ইত্যাদি সভ্যতার অংশ।  



আর এরই ধারাবাহিকতায় পর্যটন হতে পারে একটি অন্যতম মাধ্যম যা সভ্যতার শুধু মাত্র বিকাশই ঘটাবে না বরং আরো শক্তিশালী করবে এবং এর ব্যাপক চর্চা হবে আমাদের যুব সমাজে, পর্যটন নির্ভর এলাকায়, সাধারণ মানুষের মধ্যে।এই অন্যরকম এক নীরব মিছিলের মত হবে এই সভ্যতা রক্ষার যাত্রা। আর তাই পর্যটন কেন্দ্রগুলোকে হতে হবে সংযমী।  ‍শুধুমাত্র অর্থ উপার্জনই পর্যটন শিল্প উন্নয়নের মূল উদ্দেশ্য না হয়ে এটি একটি সভ্যতার হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি।

প্রথমত, আমরা আমাদের পর্যটন কেন্দ্রগুলোতে আমাদের গ্রামবাংলা নির্ভর আবাসনের ব্যবস্থা করতে পারি। প্রকৃতির মাঝে বেড়ে ওঠা মানুষদের জন্য নিরাপদ ও সুবিধাপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করতে পারি।দ্বিতীয়ত, মানুষকে বিশাল অট্টালিকা কিংবা ফাইভ স্টার মান এর প্রতি আকৃষ্ট না করে সাধারণ অথচ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারি।তৃতীয়ত, পর্যটন এর অর্থ যেন তাদের কাছে নতুন রূপে পরিগণিত হয় সেই চেষ্টা করতে পারি।


উপরোক্ত বক্তব্যগুলো বাস্তবায়ন অবশ্যই কষ্টসাধ্য। কারণ আপনি যখন বিলাসিতার সংগা পরিবর্তন ঘটাবেন সেটি অতি সহজে মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাবে না। সভ্যতা ধরে রাখার লড়াই টা অবশ্যই চ্যালেঞ্জিং। সেই সভ্যতাকে আরো দূরে নিয়ে যেতে তাই আমরা সভ্যতার বিকাশে পর্যটন নিয়ে আপনার পাশে আছি, ভাবুন তো আপনি আছেন কি আমাদেরই সাথে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন